গত কয়েক দিন ধরেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে চলছে মাদকের বিরুদ্ধে অভিযান। হতাশ, শঙ্কিত জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মানুষ আশায় বুক বাঁঁধছে যে, আগামী প্রজন্ম মাদকের করালগ্রাস থেকে রেহাই পাবে এবার। উন্নত-অনুন্নত অনেক দেশই মাদকের নির্মম ছোবলের শিকার। যে ছোবল মানুষের অতি মূল্যবান জীবন তিলে তিলে ধ্বংস করে দেয়। চিকিত্সা বিজ্ঞানের উন্নতির ফলে ক্যান্সার[…]