কয়েক বছর আগেও শুনতাম বহির্বিশ্বে বাংলাদেশ একটি বন্যা, মঙ্গা ও দারিদ্র্যের দেশ হিসেবে পরিচিত। দেশের এরকম একটি চেহারা তখন ইচ্ছে করেই দেখানো হতো যাতে বিদেশি দাতারা দান-খয়রাত করেন। আমরা তখন দরিদ্র দেশ ছিলাম এ কথা সত্য। তবে যারা দেশকে ছোট করে দেখাতেন তাদের উদ্দেশ্য এই নয় যে, অর্থনৈতিক সুবিধা আদায়, বরং দেশকে ছোট করে দেখানোর[…]
মিয়ানমার
মানুষের ইতিহাস পড়লে দেখা যায় শুরুতে মানুষের সঙ্গে অন্য প্রাণীর কোনও পার্থক্য ছিল না। বরং মানুষ ছিল অসহায় এক প্রাণী। সে পৃথিবীতে বিচরণ করা অন্য অতিকায় ও শক্তিশালী প্রাণীর তুলনায় খুবই নিরীহ। তার ধারালো দাঁত নেই, তার শক্তিশালী থাবা নেই। সে গায়ে গতরে বা শক্তিতেও অন্য বণ্য প্রাণীদের চেয়ে দুর্বল। তবে এই পৃথীবিতে মানুষ টিকে[…]